শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গান স্যালুটে ২২ রাইফেলের একটিতেও ফুটলো না গুলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

পুরো রাষ্ট্রীয় মর্যাদায় বিহারের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে যখন দাহ করা হচ্ছে তখন গান স্যালুট দিতে গিয়ে পুলিশের ২২টি রাইফেলের একটি থেকেও গুলি বের হয়নি। বুধবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সুশিল কুমার মোদী ও স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। এ দিন বিহারের সুপাউল জেলায় মিশ্রের নিজ গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। দাহ চলার সময় পুলিশ সদস্যরা প্রয়াত মিশ্রকে গান স্যালুট দিতে গিয়ে ব্যর্থ হন। মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিশিষ্টজনদের সামনেই এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যদের তাদের রাইফেলের ট্রিগার বার বার টেনে ব্যর্থ চেষ্টা করতে দেখা যায়। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হেলিকপ্টারে করে এসে এই শেষকৃত্যে যোগ দিয়েছিলেন। এই ঘটনায় বিহারের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে মন্তব্য করে ঘটনার আশু তদন্ত চেয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের বিধায়ক পিপরা যদুবংশ কুমার যাদব। তিনিও শেষকৃত্যের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর ১৯ অগাস্ট ৮২ বছর বয়সে জগন্নাথ মিশ্র মারা যান। সাবেক অধ্যাপক এই কংগ্রেস দলীয় নেতা তিনবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন