শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে সদস্য বাড়াচ্ছে বিজেপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৩ হাজার নতুন সদস্য নিয়োগ দিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। মঙ্গলবার পর্যন্ত বিরোধপ‚র্ণ এই অঞ্চলটিতে নিজেদের সমর্থন বৃদ্ধির উদ্দেশ্যে নতুন কর্মী নেওয়ার এই কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। ৩৭০ ধারা বাতিলের আগ মুহ‚র্তে জম্মু-কাশ্মীরে আধাসামরিক বাহিনীর ৩৫ হাজার সদস্য মোতায়েন করা হয়। পরে নতুন করে সেখানে নিয়োজিত হয় আধাসামরিক বাহিনীর আরও ৮ হাজার সদস্য। উপত্যকায় কারফিউ জারির পাশাপাশি টেলিফোন-ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজেপির ভাইস প্রেসিডেন্ট অভিনাশ রায় খান্না জম্মু ও কাশ্মীরের নির্বাচনি দায়িত্বে রয়েছেন। ওয়েবসাইট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন