বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দোকানে নিজেই চা বানালেন মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

জনসংযোগের জন্য অভিনব পন্থা অবলম্বন করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পশ্চিমবঙ্গের উপক‚লীয় শহর দিঘা সফরের সময় একটি গ্রাম্য চায়ের দোকানে চা বানাতে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। দিঘা থেকে ফেরার পথে দত্তপুরে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়েন মমতা। দোকানে দাঁড়িয়েই চা বানান তিনি। পরে সফরসঙ্গী মন্ত্রীদের চা পরিবেশন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখতে দোকানে ভিড় জমে যায়। দিঘা সফরের সময় স্থানীয়দের অভাব-অভিযোগ শোনেন মমতা। গতকাল প্রশাসনিক বৈঠকের পর মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের নিয়ে বেরিয়ে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দত্তপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় নারীদের মধ্যে শাড়ি বিলি করেন। শিশুদের চকলেটও দেন মমতা। দিঘা থেকে ফেরার পথে রাস্তার ধারের একটি চায়ের দোকানে ঢুকে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওয়ান ইন্ডিয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mamun Khoshnobish ২৩ আগস্ট, ২০১৯, ৩:০৪ পিএম says : 0
Nice. May ALLAH help you.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন