শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্যামনগরে লবণ সহিষ্ণু বিনা ধানের মাঠ দিবস

শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউপির আবাদচÐিপুর গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার বাস্তবায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বিনা কতৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পকালিন জীবনকাল সম্পন্ন লবন সহিষ্ণু বিনা ধান-১৯এর ফসল কর্তন ও মাঠ দিবস বুধবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,খামার বাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) জসিম উদ্দিন,উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা আল আরাফাত তপু, সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাল হোসেন, জি এম মাফুজুর রহমান, কৃষক আঃ রাজ্জাক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন