ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মা রোকেয়া বেগম (৬৫) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ছেলে রুবেলকে (২৮) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মুক্তাগাছা পৌর শহরের ঈশ্বরগ্রাম এলাকার আবুল কালামের মেজো ছেলে রুবেল মাদকাসক্ত ছিল। বুধবার সকালে সে তার মায়ের কাছে নেশার টাকা চাইলে মা দিতে অস্বীকৃতি জানান।
এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মাকে মাথায় দা দিয়ে কুপিয়ে আহত করে রুবেল। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু বৃহস্পতিবার সকালে রোকেয়ার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ঢামেকে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনায় ছেলে রুবেলকে আটক করে মুক্তাগাছা থানায় আনা হয়েছে।
মন্তব্য করুন