বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গার্মেন্ট শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

গার্মেন্টে মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে সংগঠনটি এ দাবি জানায়।

সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গার্মেন্ট শ্রমিকদের মজুরি আন্দোলনকে কেন্দ্র করে ৭ হাজার ৪৫৮ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ১০৪টি কারখানা থেকে ১২ হাজার ৪৩৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। গ্রেফতার করা ৭৫ জন শ্রমিক জামিন পেলেও প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। এর বাইরে নিহত এক শ্রমিকের পরিবার এখন পর্যন্ত উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ চাকুরিচ্যুতদের পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট মালিক, সরকার, প্রশাসন ও বিজিএমইএ’র দৃষ্টি আকর্ষণ করেন। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আক্তার, কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভিন, আলেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন