বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ১০, আহত ২৫

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ৩:০৮ পিএম | আপডেট : ৬:৫৫ পিএম, ২৪ আগস্ট, ২০১৯

ফরিদপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নারী সহ ১০ জনের মৃত্যু হয়েছে। আর এ দুটি পৃথক ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫জন। ঢাকা-খুলনা মহাসড়কে আজ শনিবার দুপুর আড়াই টার দিকে এই দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নূর আলম দুলাল জানান, ফরিদপুর সদর উপজেলার ধুলদী বাজার এলাকায় যাত্রীবাহী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধুলদী ব্রীজের রেলিং রেলিং ভেঙ্গে খাদে পড়ে দুই নারীসহ ৬ বাস যাত্রী নিহত হয়। এসময় আহত হন কমপক্ষে ২০ বাস যাত্রী। এদিকে ফরিদপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন

অপরদিকে নগরকান্দা উপজেলার তালমা মোড়ে আরকে পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা যাত্রী মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এছাড়া এসময় ওই বাসটি আরেকটি মাহেন্দ্রকে চাপা দিলে মাহেন্দ্রর ৫ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন