শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালী সদরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ৬:৩৮ পিএম

জলাবদ্ধতা নিরসন তৎসহ যানজট দূরীকরণের লক্ষ্যে নোয়াখালী জেলা শহর ও পার্শ্ববর্তী এলাকাসমূহের সড়ক এবং সরকারী খাল দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার নোয়াখালী পৌরসভার ৮নং সোনাপুর ওয়ার্ডের সোনাপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

দুপুর পর্যন্ত এ অভিযানে সেনাবাহিনীর ৩৪ইঞ্জিনিয়ারিং কনষ্ট্রাকশন ব্রিগেড সোনাপুর জিরো পয়েন্ট থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ও সোনাপুর-সুবর্ণচর সড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এসময় নোয়াখালী পৌরসভা, পিডিবি ও বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া জানান, নোয়াখালী শহরকে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা থেকে মুক্ত করার লক্ষ্যে খাল ও সড়কের ওপর থেকে সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। এক্ষেত্রে কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন