শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় জেলা পরিষদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ৬:৪৮ পিএম

নওগাঁ জেলা পরিষদ পার্কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পার্কের আশে পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সেখানে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান পাটসহ বিভিন্ন স্থাপনাগুলো ভাংচুর করে উচ্ছেদ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এ,কে,এম ফজলে রাব্বী বকু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রফিক, সচিব আব্দুল্লাহ হিল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্টেট, পৌরসভার কাউন্সিলর নাজমুল হক মন্টু ও রাশিদুল আলম সাজুসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের চেয়ারম্যান জানান, জেলা পরিষদের জায়গাগুলো যারা অবৈধ ভাবে স্থাপনা করে দখল করে আছেন অবৈধ সবগুলোই স্থাপনা উচ্ছেদ করা হবে এবং দখলমুক্ত করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন