শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তালাক দেয়া স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় সিংগা গ্রামের রাবেয়া আক্তার নামে এক নারীকে হত্যার দায়ে মো. সাগর সরদার (৪৩) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। বৃহষ্পতিবার বিকালে পিরোজপুর জেলা ও দায়েরা জজ মো. সামছুল হক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মো. সাগর সরদার ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া গ্রামের মো. নাদের সরদারের ছেলে।

আদালত সূত্রে জানাযায়, বড় সিংগা গ্রামের মো. আঃ হালিম মৃধার মেয়ে রাবেয়া আক্তারের সাথে ভোলার সাগর সরদারের বেশ কয়েক বছর পূর্বে বিয়ে হয়। ২০১৬ সালের প্রথম দিকে সাগর সরদার রাবেয়া আক্তারকে তালাক দেয়। তালাকের পর রাবেয়া বাবার বাড়িতে বসবাস করতে থাকে। এ সময়ে সাগর রড় শিংগা এসে রাবেয়াকে নেয়ার জন্য পিড়াপিড়ী করত। কিন্তু রাবেয়া যেতে রাজি হয়নি।
এক পর্যায় ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাতে রাবেয়া ঘর থেকে বের হলে পূর্বে ওত পেতে থাকা সাগর হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে। ওই রাতে রাবেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় রাবেয়ার বাবা আঃ হালিম মৃধা বাদী হয়ে সাগর সরদারকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন