শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘বন্ড ২৫’ চিত্রনাট্যের কৃতিত্ব নিতে নারাজ ফিবি ওয়ালার-ব্রিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

অবশেষে ২৫তম জেমস বন্ড চলচ্চিত্রের নাম স্থির হয়েছে ‘নো টাইম টু ডাই’। আসন্ন ‘জেমস বন্ড’ চলচ্চিত্রের চিত্রনাট্য আরও কিছুটা ঝকঝকে করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে অভিনেত্রী-কাহিনীকার ফিবি ওয়ালার-ব্রিজকে। তিনি এজন্য প্রশংসিত হয়েছেন এবং প্রচারও পেয়েছেন কিন্তু তিনি কোনোভাবেই চিত্রনাট্য লেখার কৃতিত্ব পরিচালক কেরি ফুকুনাগার কাছ থেকে ছিনিয়ে নিতে আগ্রহী নন বলে জানিয়েছেন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের পরামর্শে ফিবিকে ‘বন্ড ২৫’ প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়। ফিবি বলেন, “সুযোগ পেয়ে ভাল লাগছে। তবে কাহিনীর কৃতিত্ব আমি নিতে পারি না। এটি পরিচালক ও সহ-চিত্রনাট্যকার কেরির চলচ্চিত্র।” ওয়ালার-ব্রিজ ইতিপূর্বে ‘ফ্লিব্যাগ’ সিরিজের কাহিনী লিখেছেন এবং এতে অভিনয় করেছেন। এছাড়া তিনি মূল ল্যুক জেনিংসের ‘ভিলানেল’ উপন্যাস অবলম্বনে ‘কিলিং ইভ’ সিরিজের চিত্রনাট্য লিখে প্রশংসিত হয়েছেন। ‘নো টাইম টু ডাই’ আগামী বছর ৮ এপ্রিল মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন