শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গান জানাদেরই গানের অনুষ্ঠান উপস্থাপনা করা উচিত -দিঠি আনোয়ার

অভি মঈনুদ্দীন | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি এবং চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার গানের পাশাপাশি বর্তমানে উপস্থাপনাতেও বেশ ব্যস্ত সময় পার করছেন। গত ঈদে তিনি উপস্থাপনাতে বেশ ব্যস্ত সময় পার করেছেন। দেশ টিভিতে টানা ছয়দিন ‘সুর আর গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। পাশাপাশি নিউজি টোয়েন্টিফোর চ্যানেলে একটি সরাসরি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিন দিন। এসএটিভিতে একটি অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। সবমিলিয়ে ঈদের আগে আমেরিকা থেকে দেশে ফিরেই ঈদ কেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিঠি আনোয়ার। ইতোমধ্যে তার উপস্থাপনাতে আরটিভির বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘এই রাত তোমার’ অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্বের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন করছেন। বিগত বেশ কয়েক বছর ধরে দিঠি আনোয়ার এই অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করে আসছেন। পাশাপাশি চ্যানেল আইতে প্রচারিত জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ‘পালকি’রও নিয়মিত উপস্থাপনা করছেন। উপস্থাপনা প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘সত্যি বলতে কী গানের অনুষ্ঠানগুলোর উপস্থাপনার দায়িত্ব তাদের করা দরকার যারা গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা করতে পারেন। সুনির্দিষ্ট করে বললে, গান যারা জানেন তাদেরই করা উচিত। কারণ তাতে সঙ্গীতশিল্পীদের সঙ্গে উপস্থাপকের কথা বলার পরিবেশটা একটু অন্যরকম হয়, নিজেদের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধটাও বেশি থাকে। তাছাড়া গান সম্পর্কে একে অন্যের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি অনেক তথ্যও জানা যায়। যা একজন সঙ্গীতশিল্পীর আগামী দিনের পথচলাকে সমৃদ্ধ করে। আমি গানের পাশাপাশি উপস্থাপনা করে বাংলাদেশের সঙ্গীত দুনিয়া সম্পর্কে অনেক কিছুই জেনেছি যা শুধু একজন সঙ্গীতশিল্পী হয়ে আমার জানার কোন উপায় ছিল না।’ এদিকে দিঠি আনোয়ার বাবার লেখা ‘দেবদাস’ গানটির কাজ শেষ করেছেন। গানটির সুর করেছেন আহমেদ কিসলু। অন্যদিকে ইউসুফ আহমেদ খান ও অপু’র সঙ্গে আরো দুটি দ্বৈত গানের কাজ শেষ করেছেন দিঠি আনোয়ার। ইউসুফের সঙ্গে ‘হাত বাড়ালেই যদি’ গানটি লিখেছেন এবং সুর করেছেন সাখাওয়াত হোসেন মারুফ এবং অপু’র সঙ্গে ‘মধুর ক্যান্টিন’ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর সঙ্গীত করেছেন অপু। দিঠি জানান, চলতি বছরের শেষ দিকে গানগুলো মিউজিক ভিডিও আকারে ইউটিউবে প্রকাশিত হবে। দীর্ঘদিনের পথচলায় দিঠি আনোয়ার একবারই একক সঙ্গীতানুষ্ঠান করেছিলেন। ২০১৭ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত সেই একক সন্ধ্যার উদ্বোধন করেছিলেন তৎকালীন ঢাকা বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আআমস আরিফিন সিদ্দিকী এবং প্রধান অতিথি ছিলেন তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন