শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১ গুড বয়েজ
২ হবস অ্যান্ড শ
৩ দ্য লায়ন কিং
৪ ফর্টিসেভেন মিটার্স ডাউন : আনকেইজড
৫ দ্য অ্যাংরি বার্ডস মুভি টু

ফর্টিসেভেন মিটার্স ডাউন : আনকেইজড
জোহান রবার্টস পরিচালিত হরর ফিল্ম ‘ফর্টিসেভেন মিটার্স ডাউন : আনকেইজড’। ‘এলিস’ (২০০২), ‘হেলব্রিডার’ (২০০৪), ‘ডার্ক হান্টার্স’ (২০০৪), ‘ফরেস্ট অফ দ্য ড্যামড’ (২০০৫), ‘এফ’ (২০১০), ‘স্টোরেজ টোয়েন্টিফোর’ (২০১৪), ‘দি আদার সাইড অফ দ্য ডোর’ (২০১৬), ‘ফর্টিসেভেন মিটার্স ডাউন’ (২০১৭) এবং ‘স্ট্রেঞ্জার্স : প্রে অ্যাট নাইট’ (২০১৮) রবার্টস পরিচালিত চলচ্চিত্র।
মিয়ার (সোফি নিলিসে) বাবা গ্র্যান্ট (জন করবেট) একজন বিখ্যাত সমুদ্র পুরাতত্ত¡বিদ। গ্র্যান্ট মিয়া আর তার তিন বন্ধুকে (করিন ফক্স, সিস্টিন স্ট্যালোন, ব্রায়েন জু) এক গবেষণা যাত্রায় তাদের সঙ্গে যাবার আমন্ত্রণ জানায় যেখানে তার প্রাকৃতিক আবাসে হাঙ্গর দেখার সুযোগ পাবে। মিয়ার বন্ধুরা এর বদলে এক বনের ভেতরের হ্রদে যাবার সিদ্ধান্ত নেয়। এই হ্রদের নিচে আছে মায়ান সভ্যতার ধ্বংসাবশেষ। ডুবসাঁতারের স্কুবা যন্ত্র দিয়ে হ্রদের তলায় তারা একটি ডুবোগুহায় অনেকগুলো কংকাল আবিষ্কার করে। দুর্ভাগ্যবশত একটি থাম ধসে পড়ে তারা সেই গুহায় আটকে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে তরুণীরা। তাদের আতঙ্ক কয়েকগুণ বেড়ে যায় যখন তারা জানতে পারে তাদের আশপাশে একটি হাঙ্গর ঘোরাফেরা করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন