ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে বাঁচতে হলে বৃক্ষ নিধন না করে আরো বেশি করে বৃক্ষ রোপণ করার আহবান জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গ্রীন বাংলাদেশ উপহার দিতে পারবো।
গতকাল থেকে সিটি কর্পোরেশনের আয়োজনে তিলোত্তমা চট্টগ্রামের সহযোগিতায় আউটার স্টেডিয়ামে পক্ষকাল ব্যাপী সবুজ মেলা ২০১৯ শুরু হয়েছে। মেয়র আ জ ম নাছির উদ্দীন বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। মেয়র বলেন, প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানব সৃষ্ট কর্মকান্ডের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাই জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বেড়ে চলেছে। সভায় সভাপতিত্ব করেন সবুজ মেলা ২০১৯ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. জেরিন আক্তার ও বনগবেষণাগার ইনস্টিটিউটের প্রধান ড. মাহবুবুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন