মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিচার শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


সন্ত্রাসবিরোধী আইনে মামলায় চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। গতকাল রোববার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হালীমের আদালতে এই অভিযোগ গঠন করা হয়।
বিগত ২০১৫ সালে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাটি হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আসামিদের সবাই আদালতে হাজির ছিলেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, অর্ধেক আসামিও আদালত কক্ষে ঢুকতে পারেননি। ফলে তাদের বিরুদ্ধে কি অভিযোগ তা তারা শুনতে পারেননি। যা আইনের বরখেলাপ। আদালতের দৃষ্টি আকর্ষণ করেও আমরা কোন প্রতিকার পাইনি।
তবে ব ট্রাইব্যুনালের বিশেষ পিপি মনোরঞ্জন দাশ বলেন, আদালত সব আসামির সামনে অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচার শুরু করেছেন। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিতে ২০১৫ সালে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বর্ষপূর্তিতে ২০১৫ সালে নগরীর কাজীর দেউড়ির নাসিমন ভবনের সামনে সমাবেশ করে ২০-দলীয় জোট। একপর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আসলাম চৌধুরীসহ ৩০২ জনকে গ্রেফতার করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক আইন ও সন্ত্রাসবিরোধী আইনের ধারায় মামলা করে। ২০১৮ সালের ৪ জুলাই পুলিশের ওপর হামলা, বিস্ফোরক আইন ও সন্ত্রাসবিরোধী আইনের তিনটি ধারায় পৃথক তিনটি অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ৯ সেপ্টেম্বর আদালত অভিযোগপত্রগুলো গ্রহণ করেন।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু ছাড়াও মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসাধারণ সম্পাদক আবুল হাশেম, দক্ষিণ জেলার সহ-সভাপতি মো. এনামুল হক, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ মহানগর ও জেলা বিএনপির সকল পর্যায়ের নেতারা আসামি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন