শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রাথমিকের ৫ বছরের কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর হাতে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ৫:৪০ পিএম

নির্বাচনী ইশতেহারের আলোকে পাঁচ বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার প্রথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সচিব মো. আকরাম-আল-হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তা হস্তান্তর করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
 
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি বলেন, বৈঠকের শুরুর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্বাচনের আলোকে পাঁচ বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছেন। সেটি আমাদের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সচিব মো. আকরাম-আল-হোসেন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Kuddus ২৭ আগস্ট, ২০১৯, ৩:১১ পিএম says : 0
পরিবারের একজন করে চাকরী দিতে হবে
Total Reply(0)
Amir Hossen ২৮ আগস্ট, ২০১৯, ১০:৪৪ এএম says : 0
মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এ কর্ম পরিকল্পনার গুরুত্বঅপরিসী।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন