বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংক-বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ৬:১৭ পিএম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে একটি চুক্তি সংস্থাটির প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘মাইক্যাশ’-এর মাধ্যমে দেশব্যাপি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর গ্রাহকরা মাসিক বিল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি হওয়া এই চুক্তিতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর সচিব মো. আসাফউদ্দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে ¯^া¶র করেন। সোমবার (২৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও হেড অব মোবাইল ব্যাংকিং মো. রফিকুল হক ভুঁইয়া, এভিপি ও আইএলএম বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তপন জেমস রোজারিও এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর সদস্য (প্রশাসন) আবুল কালাম শামসুদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বাপবিবো, রাজশাহী ও পরিচালক (আইসিটি) হেদায়েতুল ইসলাম ও ডেপুটি ডিরেক্টর (ফাইনান্স) মো. জিয়াউদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন