শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চায় না জি সেভেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন ইরানের হাতে কোনও পারমাণবিক অস্ত্র দেখতে চায় না। এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার সঙ্গে জোটের সবকটি দেশের স্বার্থ রয়েছে। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা শনিবার ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তারা প্রত্যেকেই ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরুদ্ধে মত দিয়েছেন। ইমানুয়েল ম্যাখোঁ জানান, বৈঠকে আলোচনা হলেও তাকে আনুষ্ঠানিকভাবে জি সেভেন শীর্ষ সম্মেলনের বার্তা তেহরানকে পৌঁছে দেয়ার দায়িত্ব দেওয়া হয়নি। তবে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের উত্তেজনা কমাতে তিনি ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন। বিয়ারিতজে যুক্তরাজ্য ও জার্মানির পদস্থ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। টুইটারে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, সামনে বন্ধুর পথ হলেও চেষ্টা চালাতে দোষের কিছু নেই। শনিবার জি সেভেন-এর তিন দিনব্যাপী বৈঠক শুরুর আগের দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্যারিস সফর করে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের বিষয়বস্তুর পাশাপাশি সা¤প্রতিক সময়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে ফোনালাপের বিষয়টি নিয়ে জি সেভেন সম্মেলনে আলোচনার কথা জানান ইমানুয়েল ম্যাক্রোঁ। পরে সম্মেলন শুরু হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফের জরুরিভিত্তিতে বিয়ারিতজ সফরের আমন্ত্রণ জানান ফরাসি প্রেসিডেন্ট। শীর্ষ সম্মেলনের প্রথম দিনের আলোচনায় ইরান ইস্যু বিশেষ গুরুত্ব পায় বলে জানিয়েছেন পশ্চিমা ক‚টনীতিকরা। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাড়ে তিন ঘণ্টা সফরে ঠিক কী কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। আনাদোলু এজেন্সি, পার্স টুডে। আনাদোলু, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন