শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্র অভিনেতা বাবরের ইন্তেকাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক বাবর (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লােে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গতকাল সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ছেলে রিয়াদুর রহমান জানান, গত বৃহ¯পতিবার রাতে বাবার স্ট্রোক হয়। সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ পর্যন্ত তিনি আমাদের ছেয়ে চলে গেছেন। এদিকে বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে বাবরের মরদেহ তার কলাবাগানের বাসায় নেয়া হয়। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। বাবর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। গত ৩০ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে গ্রীন রোডস্থ কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তার গ্যাংগ্রিনের অপারেশন করেন। তার বাঁ পায়ের তিনটি আঙুল কেটে বাদ দেওয়া হয়। সর্বশেষ গত জুন মাসে অস্ত্রোপচার করে তার বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলতে হয়। এরপর তিনি বাসাতেই ছিলেন। উল্লেখ্য, বাবরের পুরো নাম খলিলুর রহমান। ১৯৫২ সালের ৩ ফেব্রæয়ারি ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। খলনায়ক হলেও চলচ্চিত্রে বাবর প্রথম অভিনয় নায়ক চরিত্রে। প্রথম ছবি আমজাদ হোসেন নির্মিত বাংলার মুখ। খল অভিনেতা হিসেবে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত রংবাজ চলচ্চিত্রে। এরপর তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেন। পাশাপাশি পরিচালনা করেছেন দয়াবান’, দাগী, দাদাভাইসহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমা। প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন