শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন থেকে ট্রেন রাশিয়া যাবে মাত্র এক ঘণ্টায়

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের তৈরি ম্যাগল্যাব ট্রেনের গতির আশ্চর্য হজম করতে না করতেই চায়না ঘোষণা দিয়েছে তারা এই ম্যাগল্যাব
ট্রেনের গতিকে বাড়িয়ে ঘণ্টায় তিন হাজার কিলোমিটার করতে সক্ষম।
যা বর্তমান পরিবহন বিমানের গতি থেকে তিনগুন বেশি।
বর্তমানে এই ট্রেনটি ঘণ্টায় ৪৩০ কিলোমিটার বেগে চলে। যা এই ট্রেনকে এনে দিয়েছে সর্বোচ গতির ট্রেনের খেতাব। তাহলে কিভাবে এই ট্রেনের গতি তিন হাজার কিলোমিটার ঘণ্টাপ্রতি গতিতে পৌঁছাবে?
ড. ড্যাং জিংআং বলেন, ট্রেনটি যখন ঘণ্টায় বেগ ৪০০ কিলোমিটার অতিক্রম করে তখন এর ৮৩ শতাংশ আকর্ষণ শক্তি ব্যয় হয় বাতাসের বাধা কাটাতে।
যদি এই পথকে বায়ুশূন্য করা যায় তাহলে এই স্পিড আমাদের কল্পনার বাহিরে চলে যাবে। যদি এই লক্ষ্যে চায়না সফল হয় তাহলে এক ঘণ্টারও কম সময়ে রাশিয়ায় পৌঁছানো যাবে!
শুধু পরিবহনেই না, রকেট ও সামরিক অস্ত্র সর্বোচ গতিতে
ছুড়ে মারতেও এই প্রযুক্তি খুব সহায়ক হবে বলেও মনে করেন জিংআং। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন