শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দুবাইভিত্তিক কোরিয়ান কোম্পানির সাথে ঠাকুরগাঁও পৌরসভার চুক্তি স্বাক্ষর

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ৩:৩৩ পিএম

ঠাকুরগাঁও পৌর এলাকার স্ট্রিট লাইট আধুনিকায়ন, আধুনিক মার্কেট নির্মাণ, চিত্ত বিনোদন পার্ক নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে দুবাইভিত্তিক কোরিয়ান কোম্পানি এন্সপায়ার কেএসবি এনার্জি লিমিটেডের সাথে ঠাকুরগাঁও পৌরসভার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।মঙ্গলবার দুপুরে স্থানীয় হাওলাদার কমিউনিটি সেন্টারে চুক্তিতে স্বাক্ষর করেন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন ও এন্সপায়ার কেএসবি এনার্জি লিমিটেডের ডিরেক্টর । চুক্তির প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে মেয়র ফয়সল আমীন বলেন, এ চুক্তির মাধ্যমে আধুনিক ও আলোকিত হয়ে উঠবে ঠাকুরগাঁও পৌরসভা। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, চেম্বার সভাপতি হাবিবুল ইসলাম বাবলু , পৌর কাউন্সিলর, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন