বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফিক্সিংয়ে আজীবন নিষিদ্ধ হংকংয়ের দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ফিক্সিংয়ের দায়ে আগেই অভিযুক্ত হয়েছিলেন হংকংয়ের তিন ক্রিকেটার। অক্টোবরে এমন অভিযোগে তাদের নিষেধাজ্ঞার শাস্তিটা ছিল সাময়িক। তাদের মাঝে দুই ক্রিকেটার ইরফান আহমেদ ও নাদিম আহমেদকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আর হাসিব আমজাদকে নিষিদ্ধ করা হয়েছে ৫ বছর।

অক্টোবরে এই তিন জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ফিক্সিংয়ের। ২০১৪ সালে জিম্বাবুয়ে, কানাডা ও স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এমনটি করেছিলেন তারা। নিষিদ্ধ ক্রিকেটার ইরফানের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ আনা হয় ৯টি। তার ভাই নাদিম ও আমজাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ৩টি।

আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুর জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, আহমেদ ভাইদের এই কাÐটি ছিল পূর্বপরিকল্পিত ও সূক্ষ। এই সময়ে তারা বাকিদেরকেও প্রলুব্ধ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে তদন্তে। ক্রিকেট হংকং জানিয়েছে, তারা আইসিসির নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট। একই সঙ্গে তারা পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছে আইসিসিকে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন