বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মেক্সিকোর নাইটক্লাবে হামলা, ৮ নারীসহ নিহত ২৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ২:৫৩ পিএম

মেক্সিকোর একটি নাইটক্লাবে মোলোটভ ককটেল হামলায় ৮ নারীসহ অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতের দিকে দেশটির ভেরাক্রুজ শহরের কোটজাকোয়ালকোসের ক্যাবলো ব্লাঙ্কো বারে ককটেল বোমা হামলায় আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

হামলার পরে তোলা বারটির ভেতরের একটি ছবিতে আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। স্থানীয় প্রসিকিউটর অফিস অপরাধ তদন্তের জন্য প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেলের জাতীয় কার্যালয়ের সহায়তা চেয়েছে। কোটজাকোয়ালকোস মেক্সিকো উপসাগরের একটি বন্দর নগরী।

প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল এর কার্যালয় সমস্ত প্রয়োজনীয় তদন্তমূলক কাজ করবে। প্রথমত, ঘটনাটি কোনও বিদ্বেষমূলক হামলা কিনা তা খতিয়ে দেখা, যদি তাই হয় তাহলে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। এজন্য সমস্ত মানবিক, প্রযুক্তিগত 'প্রয়োজনীয় প্রয়োজনীয় পদক্ষেপ' গ্রহণ করা। সূত্র: ডেইলি মিরর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন