শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাঙ্গু নদীর ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়া হবে

সাতকানিয়ায় পানিসম্পদ উপমন্ত্রী

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৪ এএম


পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বর্তমান সরকার নদী রক্ষায় বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি জানেন দেশের সার্বিক উন্নয়ন করতে হলে বাংলাদেশের নদ-নদী ও এর তীরবর্তী মানুষকে রক্ষা করতে হবে। তাইতো সরকার একদিকে যেমন, নদী ভাঙন রোধে কাজ করে যাচ্ছে পাশাপাশি যেসব নদী নাব্যতা হারিয়ে ফেলেছে সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। গত বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে উপমন্ত্রী শামীম এসব কথা বলেন। তিনি আরো বলেন, নদী ভাঙন রোধে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেয়ার জন্য আমি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছি। এসময় উপমন্ত্রী বলেন সাঙ্গু নদীর ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়া হবে। এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি প্রফেসর ডা. আবুরেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়–য়া, সাতকানিয়া আ.লীগের সভাপতি মোতালেব সিআইপি, সেক্রেটারি কুতুব উদ্দীন চৌধুরী, স্থানীয় আ.লীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন