বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

আগামী সাত দিনের মধ্যে শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১০:০৯ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট আগামী সাত কার্যদিবসের মধ্যে সরবরাহ করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রীমকোর্ট। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।শিমুল বিশ্বাসের আইনজীবী ছিলেন এ্যডভোকেট খন্দকার মাহবুব হোসেন,ব্যরিস্টার সাইফুর রহমান,ব্যারিস্টার মীর হেলাল,এম মাসুদ রানা প্রমুখ।
ইতোপূর্বে গত ২১ জুলাই নতুন পাসপোর্ট পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে সরবরাহ নিস্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রীমকোর্টের একই বেঞ্চ।
একইসঙ্গে শিমুল বিশ্বাসকে কেন পাসপোর্ট প্রদান করা হবে না-তা জানাতে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ও আঞ্চলিক পাসপোর্ট অফিস,পাবনার সহকারী
পরিচালকসহ চার জনের প্রতি রুলনিশি জারি করে সুপ্রীমকোর্ট।কিন্তু এই রুলনিশি এবং নির্দেশনা যথাযথ তামিল না হওয়ায় শিমুল বিশ্বাসের আইনজীবিরা
আদালতের শরণাপন্ন হন। তার প্রেক্ষিতে আজ সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ঠ বেঞ্চ এই নিদেশ দেন।
প্রসঙ্গত,শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। গত ২৪ জুন এই পাসপোর্ট
প্রদানের কথা ছিল। কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা জ্ঞাপন করে। ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য আদালতের আশ্রয় নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ আককাছ আলী মোল্লা ৩০ আগস্ট, ২০১৯, ১:০৭ এএম says : 0
সবাই চামচামি করে পাসপোর্ট অফিস ও করে দেখাচছে।এই আর কি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন