বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

গাড়ীর ভুয়া বীমা দাবি করায় ভুটানের স্বরাষ্ট্রমন্ত্রী শেরুব জিয়েলতসেনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে থিম্ফু জংখ্যা আদালতের ফৌজদারি বেঞ্চ-১। মঙ্গলবার দেয়া মামলার রায়ে বলা হয়, মন্ত্রী তার গাড়ির জন্য যে বীমা দাবি করেছেন তা প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রয়্যাল ইন্সুরেন্স কর্পোরেশন অব ভুটান লি. (আরআইসিবিএল)-কে পাঠানো এক পত্রে মন্ত্রী জিয়েলতসেন উল্লেখ করেন যে তার টয়োটা প্রাডো গাড়ি ২০১৬ সালের ২১ জুলাই থিম্ফু-ওয়াংদু মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়। আরেক বিবৃতিতে মন্ত্রী দাবি করেন তিনি যখন মঙ্গার যাচ্ছিলেন তখন তার গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। রায়ে বলা হয় যে, দুর্ঘটনা ঘটার কোন প্রমাণ পাওয়া যায়নি। এরপরও আরআইসিবিএলের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) সনম দর্জি মন্ত্রীকে বীমা দাবি করতে সহায়তা করার প্রস্তাব দেন। যখন জানা গেল মন্ত্রী বীমা দাবি করতে পারেন না, তখন দুইজন মিলে ভুয়া দাবি উত্তাপনের সিদ্ধান্ত নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন