শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উইম্বলডনেও নেই নাদাল

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কদিন আগে শেষ হওয়া ফরাসি ওপেন চলার সময় বাঁ-হাতের কব্জিতে ব্যথা পান রাফায়েল নাদাল। পরে তৃতীয় রাউন্ডের আগে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন স্পেনের এই তারকা। তখনই জানা গিয়েছিলো কব্জির চোটের কারণে বছরের তৃতীয় এই গ্র্যান্ড সø্যামে খেলতে পারবেন না র‌্যাংকিংয়ের সাবেক শীর্ষ তারকা। গেলপরশু এলো সেই ঘোষণা। এ মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানাতে ১৪টি গ্র্যান্ড সø্যাম জেতা নাদাল ফেইসবুকে লেখেন, ‘এটা কষ্টের একটা সিদ্ধান্ত, কিন্তু রোলা গাঁরোয় কব্জিতে পাওয়া চোট সেরে উঠতে সময়ের প্রয়োজন।’
৩০ বছর বয়সী নাদাল আরও জানিয়েছেন, এ অবস্থায় খেলা চালিয়ে গেলে তার চোট বাড়ার ঝুঁকি আছে, কব্জি ভেঙেও যেতে পারে। আর তাই কুইন্স ক্লাবে উইম্বলডন ঘাসের কোটে আগামী সপ্তাহের অনুশীলন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ২০০৮ ও ২০১০ সালে এখানে শিরোপা জেতা তারকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন