শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পরশুরাম সীমান্তে ৩ নাইজেরিয়ানসহ আটক ৫

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ৮:১৮ এএম

ফেনীর পরশুরাম উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে নাইজেরিয়ার তিন নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাতে উপজেলার কেতরাংগা সীমান্ত এলকা থেকে তাদের আটক করা হয়। ফেনীস্থ বিজিবি ৪’র অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেতরাংগা সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ার নাগরিক ইগবোজানু (৩৬), ইগবো (৪৭) ও ইজিডিগুও (৩৬) এবং বাংলাদেশের মো. সবুর মিয়া (ড্রাইভার) (৩৭) ও মো. ইমাম হোসেনকে (৩৭) আটক ও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-১৭-৪৭৪০) জব্দ করা হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তারা ঢাকা থেকে প্রাইভেটকারযোগে ফেনী এসেছে। তাদের কাছ থেকে ২ হাজার ৩০০ ডলার, নগদ ১৭ হাজার ২০০ টাকা, দুটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল পাওয়া যায়। তিনি আরও জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন