শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইলিশের সরবরাহ বাড়লেও দাম চড়া

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ৭:৪২ পিএম

ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ায় রাজধানীতে বেড়েছে সরবরাহ। এর পরও দাম না কমার অভিযোগ পাইকারি ক্রেতাদের। ইলিশ দাম বাড়তি হলেও দেশি ও চাষের মাছের দাম কমেছে কেজিতে ২শ' টাকা পর্যন্ত।
আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালের সোনালী রোদে রুপালী ইলিশ। মাছের রাজার এই দাপুট দেখা মিলবে রাজধানীর সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার সোয়ারি ঘাটে। ঝাঁকি ভরা ইলিশের গন্ধে তাই বেশ উচ্ছ্বাস দেখা যায় আড়ৎদারদের চোখে মুখে।
সরবরাহ বাড়লে কমবে দাম। এমনটি কথা থাকলেও মাছের বাজার ঘুরে দেখা যায় তার উল্টো চিত্র। পাইকাররা বলছেন, সরবরাহ থাকলেও বেশি দামেই কিনতে হচ্ছে কাঙ্ক্ষিত ইলিশ। এক কেজি সাইজের ইলিশ ১১শ' থেকে ১২শ', ৭শ' থেকে ৮শ' গ্রাম সাইজের ইলিশের দাম কেজিতে হাকা হচ্ছে ৮শ' থেকে ৯শ' টাকা।
স্বস্তির খবর আছে দেশি আর চাষের মাছের দামে। চাহিদা কম থাকায় এসব মাছের দাম কমেছে কেজিতে ২শ' টাকা পর্যন্ত। সরবরাহ ভালো থাকলে সোয়ারি ঘাটের এই বাজারে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ বিক্রি হয় বলে জানান আড়ৎদাররা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন