বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

টাঙ্গাইলে কবি সম্মেলন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

‘জনকের জন্য কবিতা’ শ্লোগান সামনে রেখে ভারত ও বাংলাদেশের কবিদের নিয়ে টাঙ্গাইলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কবি সম্মেলন। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন স্বকাল পরিষদ এবং সাহিত্যের ছোটকাগজ ‘কথা’ শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে।

গতকাল শনিবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ফজলুর রহমান খান ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ষাটের দশকের অন্যতম কবি ও মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কবি বুলবুল মহলানবীশ, কলকাতা থেকে আগত কবি সৌমিত বসু প্রমুখ। আলোচনা শেষে কবিতাপাঠে অংশ নেন কবিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুল ইসলাম বাদল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন