শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আ.লীগের নাম মুছে ফেলতে চেয়েছিল পাকিস্তানি দোসররা

মোরেলগঞ্জে এমপি ডা. মোজাম্মেল

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতীর জনককে স্ব-পরিবারে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করে পাকিস্তানি দোসর জামায়াত বিএনপি । ষড়যন্ত্রকারিরা সেদিন জনগনের মন থেকে আ.লীগের নাম মুছে ফেলতে চেয়েছিলো কিন্তু তা সম্ভব হয়নি। বাগেরহাটের মোড়েলগঞ্জের বলইবুনিয়া ইউনিয়নে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। বহরবুনিয়া ইউনিয়ন আ.লীগ শুক্রবার রাতে ওই আলোচনা সভার আয়োজন করে।

ইউনিয়ন আ.লীগের সভাপতি খ.ম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমীক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নিপু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, আ.লীগ নেতা চেয়ারম্যান মাহমুদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম, যুগ্ন আহবায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ, উপজেলা শ্রমীক লীগের সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশা, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ, আ.লীগ নেতা সিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম, সেলিম ফকির প্রমুখ। সভা শেষে এক দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন