শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উদযাপিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 ‘সায়াঙ্গি মালয়েশিয়াকু, মালয়েশিয়াা বেরশিহ’ -যার অর্থ মালয়েশিয়া আমার ভালোবাসা ও পরিষ্কার-পরিচ্ছন্ন মালয়েশিয়া। এ স্লোগানকে সামনে রেখে মালয়েশিয়ার পার্সিয়ান পারদানায় জমকালো রীতিতে শুরু হয়েছে ৬২তম জাতীয় দিবস উদযাপন। দিবসটির কুচকাওয়াজে অংশ নিয়েছেন দেশি-বিদেশি হাজার হাজার মানুষ। ইয়াং দি-পার্টুয়ান আগুন আল সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রাজা পারমাইসুরি আগং টুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দ্রিয়া শনিবার সকাল ৮টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহামাদ ও স্ত্রী ডা. সিটি হাসমাহ মোহাম্মদ আলী রাজকীয় দম্পতির মূল মঞ্চে যাওয়ার আগে তাদেরকে স্বাগত জানান। দেশটির ১৬তম ইয়াং দি-পার্টুয়ান আগোংয়ের নিয়োগের পর সুলতান আবদুল্লাহ রাজা হিসেবে মার্দেকা উদযাপনে প্রথমবারের মতো অংশ নেন। কুচকাওয়াজে অংশ নেন উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, আনোয়ার ইব্রাহীম, মাল্টিমিডিয়া ও যোগাযোগমন্ত্রী গোবিন্দ সিং দেও, অন্যান্য মন্ত্রিপরিষদ মন্ত্রী এবং বিদেশি বিশিষ্টজনরাও এ সময় উপস্থিত ছিলেন। দু’বছর ধরে কুয়ালালামপুরের দাতরান মর্দেকা থেকে সরিয়ে নিয়ে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় জাতীয় দিবস উদযাপনের আয়োজন করা হচ্ছে। ব্যস্ত শহরে ট্র্যাফিক যানজট এড়াতে কুচকাওয়াজে অংশ নিতে স্থানীয় সময় ভোর ৬টা থেকেই প্রশাসনিক রাজধানীতে জড়ো হন কয়েক হাজার মানুষ। ২০১৮ সালের মে মাসে (পাকাতান হারাপান) মাহাথির সরকার, প্রশাসন পুত্রজায়ায় মারদেকা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। মালয়েশিয়ার ইতিহাস পর্যালোচনায় জানা গেছে, মালয়েশিয়ার ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও অহংকারের দিন এটি (৩১ আগস্ট)। পৃথিবীর মানচিত্রে নিজস্ব ভূ-খন্ড নিয়ে মালয় জাতির আত্মপ্রকাশ ঘটে এই দিনে। ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে রক্তপাতহীন প্রক্রিয়ায় স্বাধীনতা অর্জন করে মালয়েশিয়া। আজ থেকে ৪০ হাজার বছর আগেও মালয় অঞ্চলে মানুষের বসবাসের নিদর্শন পাওয়া গেছে। সুদ‚র অতীতে এ অঞ্চলে হিন্দু-বৌদ্ধ শাসকদেরক্ষুদ্রক্ষুদ্র রাজ্য প্রতিষ্ঠিত হয়। ১৩ শতকে এ উপদ্বীপে ইসলামের আগমন ঘটে। ১৫ শতকে মালাক্কান সালতানাত প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিক কারণে মধ্য এশিয়া, ভারত ও আরবদের সঙ্গে মালয়ের সংযোগ স্থাপিত হয়। গত ৩ দশকে মালয়েশিয়া অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নতি লাভ করে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন