ভারতের আসামে চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছেন ১৯ লাখ নাগরিক। এই খবর শুনে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার সব সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিজিবির টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবার সঙ্গে বিজিবির যোগাযোগ রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে বিজিবি প্রস্তুত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন