বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আসামের জনগণকে অন্য দেশের নাগরিক বানানো যাবে না

জনসেবা আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১০:১৮ পিএম | আপডেট : ১০:২৪ পিএম, ৩১ আগস্ট, ২০১৯

বাংলাদেশ জবসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মদ ফখরুল ইসলাম আসামের এনআরসি তালিকা থেকে ১৯ লাখ জনগণকে বাদ দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন হিন্দু-মুসলমান যেই হোক না কেন সকলেই আসামের বৈধ নাগরিক। তারা যুগ যুগ ধরে করে আসামে বসবাস করে আসছে।
গতকাল এক বিবৃতিতে মুফতি ফখরুল ইসলাম বলেন, বর্তমান মোদি সরকার এ সমস্ত নাগরিকদের এনআরসি তালিকা থেকে বাদ দিয়ে অন্য দেশের নাগরিক বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের জানা নেই তালিকা থেকে বাদ দিলেই কাউকে অন্য দেশের নাগরিক বানানো যাবে না। আসামে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর জন্যই মোদি সরকার এসব ষড়যন্ত্র করছে। আসামের নাগরিকরাই এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে।
মুফতি ফখরুল ইসলাম তালিকা থেকে বাদ পড়া হিন্দু মুসলমান সকলকেই নতুন তালিকা করে নাগরিকত্ব দেয়ার জন্য মোদি সরকারের প্রতি আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন