বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিটির বড় জয় ম্যান ইউ’র হোঁচট

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১১:৫৯ পিএম

শেষ ২০ মিনিট প্রতিপক্ষ দলে এক জন খেলোয়াড় কম পেয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সার্জিও আগুয়েরোর জোড়া গোলে ব্রাইটন অ্যান্ড হোব অ্যালবিওনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি ।

প্রিমিয়ার লিগে গতকাল সাউদাস্পটনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১-১ ড্র করে ওলে গানার সুলশারের দল। লিগে এ নিয়ে চার ম্যাচের তিনটিতেই জয়হীন রইল ইংলিশ জায়ান্টরা।

‘রেড ডেভিলস’ শিবিরের নতুন সদস্য ড্যানিয়েল জেমসের গোলে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। মিডফিল্ডার স্কট ম্যাকটমিনের পাস ডি বক্সে পেয়ে দূরপাল্লার কোনাকুনি শটে গোলরক্ষকে পরাস্থ করেন ওয়েলসের ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। চার ম্যাচে এটি তার তৃতীয় গোল।

পাল্টা আক্রমণে সাউদাম্পটনও ক্ষণে ক্ষণে ভয় ধরিয়েছে ম্যান ইউ সমর্থকদের মনে। ম্যাচের ৫৮তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। ডি বক্সের ভেতর থেকে দারুণ হেডে স্কোরলাইনে সমতা আনেন ইয়ানিক ভেস্টারগার্ড। ৭৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সাউদাম্পটনের ডিফেন্ডার কেভিন ডানজো। প্রতিপক্ষ দলে একজন কম থাকার সুযোগে আক্রমণের ঢেউ তুলেও গোল আদায় করতে পারেনি ইউনাইটেড। চার ম্যাচে ৫ পয়েন্ট ম্যান ইউ’র, সাউদাম্পটনের পয়েন্ট ৪।

ঘরের মাঠে সিটির জয়ে অন্য গোল দুটি করেন কেভিন ডি ব্রুইনা ও বের্নার্দো সিলভা। একই সময়ে নিজেদের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও জয় পায়নি চেলসি। লিগে নবাগত শেফির্ল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-২ ড্র করে ব্লুজরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বার্নলির মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন