শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাংশায় বিনা টিকিটে রেলভ্রমণের অপরাধে ৪৪ জনকে জরিমানা

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৪ পিএম

পাংশা রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ভ্রমণের অপরাধে ৪৪জন যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সাড়ে ১২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম।

জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট গামী মধুমতি এক্সপ্রেসে ৪৪জন যাত্রী ট্রেনের ভ্রমণ টিকিট না কেটে ভ্রমনের অপরাধে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালতে রেলওয়ে আইন ১৮৯০ এর ৬৮/১১২ ধারায় ওই ট্রেন যাত্রীদের কাছ থেকে মোট ৪ হাজার ৫ শত ৭৭ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় পাংশার রেলওয়ের ষ্টেশন মাষ্টার মোস্তাফিজুর রহমান, সহকারী ষ্টেশন মাষ্টার জীবন বৈরাগী, পাংশা থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা কাছে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন