শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে এদেশে গনতন্ত্র মুক্তি পাবে না-----গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ৬:০৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে এদেশে গনতন্ত্র মুক্তি পাবে না। আমরা এই ফ্যাসিস্ট সরকারের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না। দেশেরে জনগনকে সাথে নিয়েই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনব। তিনি আজ রোববার(০১সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেরানীগঞ্জর জিনজিরা পার্টি অফিসের সামনে এক র‌্যালীর উদ্বোধনকালে একথাবলেন।তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব চেয়ে বেশি খুশি হবেন যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে মৃত্যুবরন করেন। একমাত্র সরকারের নীল নকশার কারনেই আজ খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। রাতের আধারে ভোট ডাকাতির মাধ্যমে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তারা পুলিশসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সহায়তায় ক্ষমতার মসনদে এখনো টিকে আছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন,এই অবৈধ সরকার বিএনপিকে ধবংস করার জন্য বিএনপির নেতা-কর্মীদের নামে শতশত মামলা, হামলা ও পুলিশ দিয়ে যেভাবে নির্যাতন করেছে তাতে বিএনপি টিকে থাকার কথা নয়। কিন্তু বিএনপিকে মানুষ ভালবাসে বলেই সরকারের সকল হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারন মানুষ এখনো বিএনপির ডাকে সাড়া দিচ্ছে।আমরা এদেশের জনগনকে সাথে নিয়ে গনতান্ত্রিকভাবে শান্তিপুর্ন আন্দোলনের মাধ্যমে এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন ঘটাবো। র‌্যালী উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী,ঢাকা জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট সুলতান নাসের,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন বাবুল,দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহানেওয়াজ, সাধারন সম্পাদক মোঃ আজাদ হোসেন,দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ। জিনজিরা পার্টি অফিসের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে জিনজিরা বাজার, হাফেজরো থানারোড, মালোপাড়া ও আগানগর হয়ে কালিগঞ্জ জোড়া ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন