বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দিনাজপুরে সাপের বিষ উদ্ধার

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২৩ পিএম

রোববার বিকেলে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের উপশহর এলাকা থেকে সাপের বিষ উদ্ধার করে একজনকে আটক করেছে। থানাধীন ১০ নং উপশহর এলাকা হতে পল্লী চিকিৎসক আটক মোঃ রুহুল আমীন (৫৮), পিতা- মৃত বসির উদ্দিন একজন পল্লী চিকিৎসক। তার বাড়ী জেলার বিরামপুর উপজেলায়। র‌্যাব জানায় ০৬টি জারে সাপের বিষগুলি দিনাজপুর বিভিন্ন স্থান থেকে আনা হয়। বিষগুলি বাক্সবন্দি অবস্থায় দানাদার, পাউডার ও তরল আকারে পাওয়া যায়। উপরে COBRA S.P MADE IN FRANCE লিখিত উদ্ধার করা ০৬ টি জারে থাকা বিষগুলির আনুমানিক মুল্য ৫০ কোটি টাকা বলে র‌্যাব দাবী করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন