বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশে গরুর চেয়ে ছাগলের সংখ্যা বেশি

-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বর্তমানে গবাদি সম্পদ খাতে দেশে গরু আছে প্রায় ২ কোটি ৪২ লাখ আর ছাগল আছে ২ কোটি ৫২ লাখ এবং ভেড়া রয়েছে ৩৫ লাখ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান। গতকাল রোববার সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত প্রাণীসম্পদ খাতে বীমা ব্যবস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, গবাদি পশুর প্রাথমিক চিকিৎসাসহ বীমা সুবিধা চালু করা হচ্ছে। তথ্য প্রযুক্তিভিত্তিক মোবাইর অ্যাপসের মাধ্যমে নতুন সেবায় গবাদি পশুর জাত উন্নয়ন হবে। বাড়বে দুধ ও মাংসের উৎপাদন। বীমা সুবিধা থাকায় গরুর মৃত্যুতে কৃষকের আর্থিক ক্ষতি কমবে।
তিনি বলেন, গরুর দুধে বিষ নিয়ে আন্তজাতিক ষড়যন্ত্র হয়েছিল কিছুদিন আগে। একইভাবে ক’বছর আগে পোল্ট্রি মুরগীর সাংস ও ডিমে ক্ষতিকর উপাদান আছে বলে প্রচার ছিল এ চক্রান্তের অংশ। অনুষ্ঠানে খামারিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রাণী বীমা চালু করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shahed ২ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৫৪ এএম says : 0
দেশের বর্তমান অবস্থা দেখে ছাগলের সংখ্যা বেশি বলে আমারও মনে হয়!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন