বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাংলাদেশ সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১:১০ পিএম

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ চলতি সপ্তাহেই বাংলাদেশ সফর করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাভি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এমইএইচআরের খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি ইউরোপীয় দেশ, চীন, জাপান ও মালয়েশিয়া সফরের পর এবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবেন। এরপর ইন্দোনেশিয়া যাবেন তিনি। বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে রয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ঢাকা সফরে জারিফ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ৪ ও ৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় দেশগুলোর একটি আঞ্চলিক সম্মেলনে ভাষণ দেবেন। জানা গেছে, জারিফ বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের খোঁজখবর নেবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কূটনৈতিক অঙ্গনে ইরানের শক্তিশালী উপস্থিতির অংশ হিসেবে জারিফ বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন। বিশ্বের প্রতিটি অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইরান ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন