শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরায় ১৪ কেজি গাঁজাসহ আটক ৩

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৩ পিএম

সাতক্ষীরায় ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১ সেপ্টেম্বর) সাতক্ষীরা-যশোর সড়কের লস্কর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃরা হলেন, জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছির চারাবাড়ি এলাকার ওয়াজেদ আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে মিঠু হোসেন (২৪) ও খুলনার ডুমুরিয়ার উপজেলার থুকড়া শান্তিনগরের মৃত আবুল হোসেনের ছেলে শওকত আলী (৬০)।

সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স লস্কর ফিলিং স্টেশনের সামনে গরু বহনকারী একটি ইঞ্জিন চালিত আলম সাধুকে থামার জন্য সংকেত দেওয়া হলে তারা তিনজন বাহনটি নিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

আমার এক নিকটাত্মীয় মদ-গাঁজা সেবন করত। স্বামী-স্ত্রী প্রায় সময়মই ঝগড়া হতো, স্বামী তার স্ত্রীর গায়ে অনেক সময় হাত তুলত। স্ত্রীও খুব বেশী একটা ছাড় দিত না। আবার স্ত্রীর বিরুদ্ধে অন্য পুরুষের সাথে দীর্ঘ দিন রাতে-বিরাতে গোপন ফোনালাপের অভিযোগ ছিল। তাদের দুই ছেলে আছে। স্বামী তার স্ত্রীর নামে ব্যাংক একাউন্টে ১৫-১৮ লাখ টাকার সম্পদ রেখেছিল। স্ত্রী বাপের বাড়ি গিয়ে সেগুলো হাত করে নেয় এবং নেশাখোর স্বামীর সংসার করবেনা বলে জানায়। এ অবস্থায় কয়েকটি ব্যর্থ আলোচনা বা বৈঠক হয়। প্রায় এক বছরের বেশী সময় পর স্ত্রী ওই স্বামীকে এক উকিলের মাধ্যমে ডাকযোগে ডিভোর্সলেটার পাঠায়। স্বামী বলে সে ওই লেটার রিসিভ ও সাইন করেনি। এর প্রায় এক বছর পর তার স্ত্রী ওই গোপন ফোনালাপের অভিযুক্ত ব্যক্তিকেই বিয়ে করে। প্রশ্ন হলো স্ত্রীর এ তালাক ও পরবর্তী বিয়ে ইসলামের বিধান মতে সঠিক ভাবে হয়েছে কি না? আর না হলে এখন করনীয় কি?

২১ জানুয়ারি, ২০২২, ৭:৪৮ পিএম

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন