শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মসজিদের খেদমতে মুসল্লি নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

তিন গুম্বুজ সম্বলিত ঐতিহাসিক মসজিদ আছে, কিন্তু মুসলমানদের সংখ্যা সেভাবে নেই। যে কারণে মসজিদটির দেখাশোনাও তেমন একটা করতে পারছেন না মুসলমানরা। তাই মসজিদের খেদমতে লেগে গেছেন স্থানীয় হিন্দুরাই। এমন অসা¤প্রদায়িক, ধর্মীয় সহমর্মিতার ঘটনা দেখা গেছে ভারতের বিহারের নালন্দার মারি নামের একটি গ্রামে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মারি গ্রামে আগে মুসলমানদের সংখ্যা বেশি থাকলেও নানা কারণে দিনদিন মুসলিমদের সংখ্যা কমে গেছে। মসজিদের খেদমতে সব সময় স্থানীয় মুসলমানরা সময় দিতে পারেন না। তাছাড়া এতো কম সংখ্যক জনবল নিয়ে এতো বড় মসজিদ রক্ষণাবেক্ষণও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তাদের কাছে। যার ফলে অযতœ অবহেলায় নষ্ট হওয়ার উপক্রম মসজিদটি। তাই মুসলিমদের অনুপস্থিতিতে মসজিদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছে স্থানীয় হিন্দুরা। এএনআই আরও জানায়, মাঝেমধ্যে ওয়াক্ত হলে আজান দেয়ার মতো মুয়াজ্জিন খুঁজে পায়না স্থানীয়রা। সে বিষয়টি সুরাহা করতে স্থানীয় হিন্দুরাই আজানের সময় হলে পেনড্রাইভে সেভ করা আজান মাইকে বাজিয়ে থাকেন। এ সংবাদ প্রকাশে গত ২৯ আগস্ট এএনআই তাদের টুইটার হ্যান্ডেলে স্থানীয় হিন্দুরা মসজিদের দেয়ালে রং করছেন, মসজিদের চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নও করছেন এমন কয়েকটি ছবি পোস্ট করেন। বিহারের সেই গ্রামটির ধর্মীয় স¤প্রীতির এমন নজির ভারতবাসীকে অবাক করেছে। খবর প্রকাশের পর সেই গ্রাম দেখতে ছুটেছেন অনেকেই। এএনআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন