বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আবার শুরু হলো বাণিজ্য যুদ্ধ

চীন-মার্কিন পাল্টাপাল্টি শুল্কারোপ কার্যকর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

দীর্ঘ দিন ধরে চলমান চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে ক্ষমতাধর এই দেশ দু’টির মধ্যে আমদানিকৃত সব পণ্যে পাল্টাপাল্টি শুল্কারোপের সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হয়েছে। এ কারণে শক্তিশালী এ দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আপাত দৃষ্টিতে থামছে না বলা যায়। বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্তে এরই মধ্যে আবার বাণিজ্য যুদ্ধ শুরু হল। এখন থেকে এশিয়ার পরাশক্তি চীনের প্রায় সাড়ে ১২ কোটি ডলারের পণ্যে মোট ১৫ শতাংশ হারে শুল্ক কার্যকর করবে যুক্তরাষ্ট্র। যার মধ্যে বেশির ভাগই স্মার্ট স্পিকার, ব্লুটুথ, হেডফোনসহ বিভিন্ন ধরনের ফুটওয়্যার ও ইলেকট্রনিক পণ্য। তাছাড়া বাকি পণ্যগুলোর ওপর আরোপিত শুল্ক কার্যকর হবে আগামী ডিসেম্বর মাস থেকে। যদিও পাল্টা জবাব হিসেবে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি খাতে চীন প্রশাসনের আরোপিত ৫ শতাংশ শুল্ক আজ থেকেই বাস্তবায়িত হচ্ছে। বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের সাথে চলমান দ্ব›েদ্ব সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে জিন-পিং প্রশাসন। তাছাড়া অর্থনৈতিক ধস ঠেকাতেও নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ। এ দিকে মিনিস্ট্রি অব কমার্সের চাইনিজ অ্যাকাডেমি অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক কোÐঅপারেশন মডার্ন সাপ্লাই চেন ইনস্টিটিউট পরিচালক লিন মেং বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপের ফলে চীনা পণ্য সরবরাহ পদ্ধতিতে যে হুমকি দেখা দিয়েছে, এবার তা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বেইজিং।’ তিনি বলেন, ‘ম‚লত তারই অংশ হিসেবে বিভিন্ন পণ্য আমদানিতে বিকল্প উৎসের সন্ধান করছে বেইজিং। তাছাড়া মার্কিন পণ্যে আমাদের ৫ শতাংশ শুল্কারোপ তো আছেই। একই সাথে চীনা পণ্য রফতানিতে অন্যান্য দেশের সাথেও চুক্তি করা হচ্ছে।’ সিএনএন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন