শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইউক্যাশে ট্রাফিক কেস ফাইন পরিশোধে ইউসিবি-নারায়ণগঞ্জ জেলা পুলিশ চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৪৯ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং নারায়নগঞ্জ জেলা পুলিশের মধ্যে ইউক্যাশের মাধ্যমে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মধ্যে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইউসিবি’র মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ইউক্যাশ এর নিকটস্থ যে কোন এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ইউক্যাশ একাউন্টের মাধ্যমে অতি সহজেই ট্রাফিক কেসের ফাইন পরিশোধ করা যাবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউসিবি’র এসইভিপি ও হেড অব মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস এ টি এম তাহমিদুজ্জামান এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন