শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংক-আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২২ পিএম

নোয়াখালীর সেনাবাগে ৪৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ আলম বলেন, শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। সরকারের এ প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রতিবছরের মতো এবারও সারাদেশে মার্কেন্টাইল ব্যাংক আবদুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। তিনি জানান, এবছর জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়ের ১ হাজার ১২৯ জন শিক্ষার্থীকে মোট ১ কোটি ৭০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ড. মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ও মার্কেন্টাইল ব্যাংকের চৌমূহনী শাখার প্রধান এইচ এস শাহরিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ALI HOSSEN ৩০ জানুয়ারি, ২০২০, ৪:০১ পিএম says : 0
২০১৮ সালের এইচএসসি পাশ কারী দের বৃত্তির ফলাফল কি প্রকাশিত হয়েছে। দয়া করে একটু জানাবেন ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন