শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবান হামলায় কাবুলে নিহত ১৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আরো শতাধিক আহত হয়েছে এবং তারা সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। বিশাল কম্পাউন্ড চত্বর গ্রিন ভিলেজের কাছের একটি আবাসিক এলাকায় সোমবার রাতে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ কম্পাউন্ড চত্বরে বিভিন্ন ত্রাণ সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের বাসভবন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, সেখানে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক্টরের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এটি গ্রিন ভিলেজের একটি দেয়ালের পাশে পার্ক করে রাখা ছিল। সেখানে রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয় উল্লেখ করে রাহিমি বলেন, গতরাতের হামলায় ১৬ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছেন। গ্রিন ভিলেজ হচ্ছে পাশের গ্রিন জোন থেকে আলাদা। কঠোর নিরাপত্তা বেষ্টিত কাবুলের এ স্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দ‚তাবাসের বাসভবন রয়েছে। তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তালেবানের সাথে প্রস্তাবিত একটি চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন বিশেষ দ‚ত জালমে খলিলজাদের কাবুল সফরের সময় এ হামলা চালানো হয়। এএফপি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন