শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সমুদ্রসীমা নিয়ে ভারত-মিয়ানমারের সাথে বিরোধ রয়েছে -মুফতী সৈয়দ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের গভীর সমুদ্র নিয়ে বিরোধ রয়েছে। দেশের স্বার্থকে রক্ষা করতে বাংলাদেশ কড়া প্রতিবাদ করে এবং এ বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে আপত্তি উত্থাপন করে। যা এখনো অনিষ্পন্ন অবস্থায় রয়ে গেছে।

মুফতি ফয়জুল করীম বলেন, ভারত কৌশলে জাতিসংঘে করা আপত্তি তুলে দিয়ে ফায়দা নিতে চায়। ভারতকে কোনক্রমেই বিশ্বাস করা যায়না। তিনি বলেন, সুনির্দিষ্ট সমাধান ছাড়া জাতিসংঘে দায়ের করা এই আপত্তি প্রত্যাহার করা হলে বাংলাদেশের বড় ধরণের বিপর্যয় হবে। এমনটা ভারত ও মিয়ানমারের কাছে দেশের স্বার্থ বিসর্জন দেয়ার শামিল এবং দেশের জন্য চরম ক্ষতি বয়ে আনবে। গতকাল মঙ্গলবার বাদ জোহর বরিশালের চরমোনাই আল-কারীম মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত ছাত্র-শিক্ষকদের বিশেষ কর্মশালায় আলোচনাকালে এসব কথা বলেন। এসময় চরমোনাই আলীয়া ও কওমী শাখার মুফতি-মুহাদ্দিস ও ফকীহগণ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, মিয়ানমার ও ভারতের সাথে জাতিসংঘে উত্থাপিত অনিষ্পন্ন সমুদ্রসীমা, ভারত থেকে অস্ত্র ক্রয় এবং কাশ্মীর ও আসাম ইস্যুতে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকশ করেছেন মুফতি ফয়জুল করীম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন