নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাঙালি জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা ধরে রাখতে পারিনি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ আমরা যে প্রকল্পের স্বপ্ন দেখছি তা ৪০ বছর আগেই বাস্তবায়িত হতো। গতকাল মঙ্গলবার নগরীর সল্টগোলার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
এনএমআই’র অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম প্রতিমন্ত্রীকে স্বাগত জানান এবং ইনস্টিটিউটের কার্যক্রম তুলে ধরেন। প্রতিমন্ত্রী এনএমআইতে কম্পিউটার ল্যাব ও এনএমআই মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। তিনি একাডেমিক ভবন ও শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। খালিদ মাহমুদ চৌধুরী প্রস্তাবিত মেরিটাইম ইনস্টিটিউট সম্পর্কে অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী দেখেন। তিনি এনএমআই’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে প্রতিমন্ত্রী এনএমআই প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন