বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পুলিশের সংবাদ বর্জন করল সাংবাদিকরা

অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ

জয়পুরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম


চরম অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে পুলিশের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকরা। গত সোমবার রাতে এক জরুরী সাধরণ সভায় এ ঘোষণা দেয়া হয়।
সভায় পুলিশ সুপারের এ ধরণের আচরণের তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে করণীয় সম্পর্কে সাংবাদিকরা বক্তব্য রাখেন। পরে জেলা পুলিশের সব ধরনের সংবাদ বর্জনসহ আগামী ৫দিনের মধ্যে পুলিশ সুপার সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য দু:খ প্রকাশ করে নি:শর্ত ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, আসামী ধরতে গিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলামকে গত রবিবার বিকেলে পিটিয়ে আহত করে জয়পুরহাটের ৫ গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা সোমবার গোয়েন্দা পুলিশের অফিসে বক্তব্য নিতে গেলে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন