বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সোহাগ হত্যায় কুষ্টিয়ায় ২ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৩৫ পিএম

সোহাগ (১৯) হত্যা মামলায় কুষ্টিয়ায় দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রনি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার আবুল কালামের ছেলে রনি ও মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আহাদ আলীর ছেলে নাজমুল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া শহরের চৌড়হাঁস এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাব্বি, একই এলাকার খলিলের ছেলে রফিক ও সদর উপজেলার কুমারগাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে সুজা।

আদালতসূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ অক্টোবর সকালে সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। সোহাগ সদর উপজেলার কুমারগাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। এর পর দিন ১০ অক্টোবর ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় সোহাগের লাশ পাওয়া যায়।

ওই দিনই সোহাগের খালু শহিদুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত পাঁচজনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন